নানাবিধ সেবা ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে বর্তমান পরিচালিত হচ্ছে। যেমন:
১. জন্ম-মৃত্যু নিবন্ধন
২. ই-মেইল, ইন্টারনেট,ভিডিও কলিং
৩. পাবলিক পরিক্ষার ফলাফল
৪. কম্পিউটার প্রশিক্ষন, কম্পোজ ও প্রিন্ট
৫. অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন
৬. ছবিতোলা,প্রিন্ট,ফটোকপি,স্ক্যান
৭. অনলাইনে জমির পর্চার আবেদন
৮. অনলাইনে চাকুরির তথ্য ও আবেদন
৯. সরকারী ফরম পূরন
১০. বিদ্যুৎ বিল পরিশোধ
১১. জীবন বীমা সুবিধা
১২. মাটি পরীক্ষা ও সার সুপারিশ
১৩. মোবাইল ব্যাংকিং
১৪. কৃষি শিক্ষা ও স্বাস্থ্য তথ্য
এছাড়াও সরকার ঘোষিত নানাবিধ ডিজিটাল কার্যক্রম জনগনের দোড়গোড়ায় পৌছে দেওয়ার লক্ষে কুলিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।